মাধবপুর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে জঙ্গিবিরোধী মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০১৬, ১১:২৭ পূর্বাহ্ণ
মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে একযোগে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে। “সন্ত্রাস নয়, শান্তি চাই; শঙ্কামুক্ত জীবন চাই” এই স্লোগান নিয়ে সৈয়দ সঈদ উদ্দিন কলেজের শত শত ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা মানববন্ধন পালন করেন।
পরে কলেজ অধ্যক্ষ মো. জাহির উদ্দিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, সহকারী অধ্যাপক পংকজ কুমার রায়, প্রভাষক মঈন উদ্দিন, আব্বাস উদ্দিন মিজান, হুমায়ুন কবির, মনসুরুল হক, জহিরুল ইসলাম, সোনামণি দাস, প্রদর্শক জগদিশ দেবনাথ, আজাদ হোসেন ভূঁইয়া প্রমুখ।
এছাড়া ধর্মঘর ডিগ্রি কলেজ, মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজ, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।