সুরমা নিউজ ডেস্ক :
১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার বিকেলে দলটির দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানানো হয়।
৩১ জুলাই (রোববার) দিবাগত রাত ১২টা ১ মিনিটে আগস্টের প্রথম প্রহরে ধানমণ্ডি ৩২ নম্বর সড়ক ধরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে ‘আলোর মিছিল’ এর মাধ্যমে কর্মসূচি শুরু হয় আওয়ামী লীগ, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর।
১ আগস্ট সোমবার বিকেল ৩টায় রাজধানীর ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি, ‘কৃষকের কণ্ঠ’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভার আয়োজন করেছে কৃষক লীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে।
১৫ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি দিয়েছে আ.লীগ
প্রকাশিত হয়েছে : ৩:৪৯:৫৪,অপরাহ্ন ০১ আগস্ট ২০১৬