গোয়াইনঘাট ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২:৫১:০৫,অপরাহ্ন ৩১ জুলাই ২০১৬
গোয়াইনঘাট প্রতিনিধি :
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে গোয়াইনঘাট উপজেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।
রবিবার দুপুর দেড়টায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া ছাত্তার ও সদস্য সচিব জাহিদ খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল গোয়াইনঘাট উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া ছাত্তারের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদ খানের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, সালেহ আহমদ, শরীফ সিকদার, দেলোয়ার হোসেন, সালাহ উদ্দিন আল-মামুন, সাহেদ আহমদ, নুরুল হুদা খসরু, মুমিন আহমদ, আমিরুল রুবেল, আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ, শেখ আরিফুল ইসলাম, হুমায়ুন আহমদ, আলিম উদ্দিন, তোফায়েল আহমদ, রুবেল রানা, মিজানুর রহমান, আব্দুল জলিল, আবুল কালাম, ওয়ারিশ উদ্দিন, নাজিম খান, গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা সাদেক আহমদ, ইব্রাহিম খলিল, ফয়েজ আহমদ, সাজু আহমদ, কামরুল ইসলাম, রব্বানী, ফাহিম আহমদ, ইলিয়াছ আলী, নিজাম উদ্দিন, রাসেল আহমদ, আমিনুল ইসলাম প্রমুখ।