ভয়াবহ সাইবার হামলার শিকার রাশিয়া !
প্রকাশিত হয়েছে : ৯:৩৬:১৯,অপরাহ্ন ৩১ জুলাই ২০১৬
সুরমা নিউজ ডেস্ক :
মার্কিন প্রতিষ্ঠানে সাইবার হামলার কিছু সময় পর দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতে ভয়াবহ সাইবার হামলা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির গোয়েন্দা সংস্থা এই দাবি করেছে। ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) বলছে, ২০টি সংস্থার নেটওয়ার্কে ‘সাইবার স্পাইং ভাইরাস’ পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।
এরআগে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারকাজ সাইবার হামলার শিকার হয়েছে বলে জানানো হয়। ডেমোক্র্যাটরা এ জন্য রাশিয়াকে দায়ী করে। এ অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্রের নিন্দা জানায় রাশিয়া। তার পরপরই রুশ গোয়েন্দা সংস্থা সে দেশের সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার খবরটি জানালো।
অবশ্য রুশ সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার পর যুক্তরাষ্ট্রের দিকে পাল্টা অভিযোগ ছুঁড়েনি রাশিয়া। বিবিসির ভাষ্য অনুযায়ী এফএসবি বলছে, পরিকল্পিতভাবে পেশাদার হামলাকারীরা এই সাইবার হামলা চালিয়েছে। হামলাকারীদের লক্ষ্য ছিল দেশের গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো, বিজ্ঞান–বিষয়ক ও প্রতিরক্ষা–বিষয়ক সংস্থা। এফএসবি বলছে, হামলাকারীরা ম্যালওয়্যারের মাধ্যমে কম্পিউটারের ওপর নজরদারি করতে পারছে। নজরাদারির আওতায় তারা জানতে পারে কি–বোর্ডে কী টাইপ করা হচ্ছে। এমনকি কমপিউটারে ক্যামেরা, মাইক্রোফোন চালু করতে পারে এবং স্ক্রিনশট নিতে পারে। তাই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রাশিয়া।
উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে দলের জাতীয় কনভেনশনের আগে ডেমোক্রেটিক জাতীয় কমিটি সাইবার হামলার শিকার হয়। পরে হ্যাক হওয়া ই-মেইল ফাঁস হয়ে যায়। এ ছাড়া রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারির ই-মেইল হ্যাক করতে রাশিয়াকে প্রকাশ্যে আহ্বান জানান। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ওঠে। তীব্র সমালোচনার মুখে অবশ্য পরে তিনি একে তামাশা বলে দাবি করেন।