কুমিল্লায় অস্ত্র কারখানার সন্ধান, বিপুল সরঞ্জাম উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০১৬, ২:৫৪ অপরাহ্ণ
সুরমা নিউজ :
কুমিল্লার শুভপুরে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাবের একটি দল। ওই কারখানায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে তিনজনকে। তিনটি পিস্তল এবং অস্ত্র তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার রাত ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এ অভিযান চলছিল।
স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা শহরের শুভপুরের নয়ন ভিলা নামক বাড়িতে সন্ধ্যার দিকে অভিযান শুরু করে র্যাব-১১ এর একটি দল। এ সময় তারা অস্ত্র তৈরির আলামতের সন্ধান পায়। এরআগে গোপন সূত্রে খবর পেয়ে এ অভিযানে নামে র্যাব।
র্যাবের কুমিল্লা কমান্ডার মেজর মোস্তফা কায়সার জানান, তিনজনকে এখন পর্যন্ত আটক করা হয়েছে এবং তিনটি পিস্তল ও পিস্তল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।