দক্ষিণ সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৮:৩৭:৩৭,অপরাহ্ন ২৯ জুলাই ২০১৬
সুরমা নিউজ :
দক্ষিণ সুনামগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার জয়কলস ইউনিয়নের পার্বতীপুর গ্রামের ওয়াব আলীর দেড় বছরের মেয়ে নোহা বেগম।
শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় পরিবারের লোকজনের অগোচরে নোহা বেগম বাড়ির দক্ষিণ পাশে নাইন্দা নদীতে পড়ে যায়। পানিতে পড়ার প্রায় ৫ মিনিট পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
পরে জয় কলস ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়ার বরাবর আবেদনের প্রেক্ষিতে তার লাশ ময়না তদন্ত না করিয়ে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।