হবিগঞ্জে ৩ শিশু নির্যাতন, এসআই ক্লোজড, আটক ১
প্রকাশিত হয়েছে : ৮:১৩:২৬,অপরাহ্ন ২৮ জুলাই ২০১৬
সুরমা নিউজ :
হবিগঞ্জ শহরের গরুরবাজার এলাকায় মোবাইল ফোন চুরির অপরাধে ৩ শিশুকে বেঁধে অমানবিক নির্যাতন চালানো হয়েছে। এ ঘটনায় পুলিশ মূলহোতা শাহ আলমকে আটক করেছে। এদিকে শিশুদের উদ্ধারে দায়িত্ব অবহেলার অভিযোগে সদর থানার এসআই রাজ কুমারকে ক্লোজড করা হয়েছে।
বুধবার সকালে শহরের গরুর বাজার এলাকায় মোবাইল ফোন চুরির অপরাধে ৩ শিশুকে বেঁধে অমানুষিক নির্যাতন চালানো হয়। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
স্থানীয়রা জানান, কোলোনির একটি ঘর থেকে মোবাইল চুরির অপরাধে বুধবার সকালে পৌর এলাকার যশোর আব্দা গ্রামের রনি, রুবেল ও মাহিন নামে ৩ শিশুকে বেঁধে মারধর শুরু করেন শাহ আলম। তখন তারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে ভিড় জমালেও কেউ প্রতিবাদ করেনি।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় সদর মডেল থানার এসআই রাজ কুমার এর নেতৃত্বে একদল পুলিশ। এসময় পুলিশ ঘটনাস্থলে শিশু নির্যাতনকারী শাহ আলমকে আটক না করে এবং শিশুদের উদ্ধার না করে থানায় ফিরে আসে। এ ঘটনায় পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র দায়িত্ব অবহেলার অভিযোগে এসআই রাজ কুমারকে ক্লোজড করেন।
পরে সদর মডেল থানার পুলিশ শিশুদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুপুরে পরে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এছাড়া রাত ৯টার দিকে শিশুদের নির্যাতনের মূলহোতা শাহ আলমকে আটক করে নিয়ে আসা হয়।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, ঘটনার মূলহোতা শাহ আলমকে আটক করা হয়েছে। বর্তমানে থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।