ডাচ্-বাংলা চেম্বারের প্রেসিডেন্ট নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ৭:০৬:৪৭,অপরাহ্ন ২৪ জুলাই ২০১৬
সুরমা নিউজ ডেস্ক :
ঢাকা ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোহাম্মদ হাসান খালেদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় খালেদের শ্যালক শরীফুল আলম ধানমণ্ডি থানায় আজ রোববার বিকেলে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
৫৫ বছর বয়সী এই ব্যবসায়ীর পরিবারের দাবি, গতকাল শনিবার রাতে ধানমণ্ডির ৪/১ নম্বরের বাড়ি থেকে বের হওয়ার পর থেকে খালেদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধানমণ্ডির পুলিশ জানিয়েছে, জিডির পর তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে। হাসান খালেদ কেমিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
এ ছাড়া ২৫ বছর ধরে আমদানি-রপ্তানি এবং প্লাস্টিক পণ্যের ব্যবসায় জড়িত তিনি।