হবিগঞ্জে ধর্মঘট কর্মসূচিতে ছাত্রদল-ছাত্রলীগ ধাওয়া পাল্টাধাওয়া
প্রকাশিত হয়েছে : ৪:৩৩:১৭,অপরাহ্ন ২৪ জুলাই ২০১৬
সুরমা নিউজঃ বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের ডাকা শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট কর্মসূচিতে ছাত্রদল-ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ২টি ব্যবসা প্রতিষ্ঠানও ভাঙচুর করা হয়েছে।
রবিবার দুপুর দেড়টায় হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের পাশের রাজনগর সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ছাত্রদল রবিবার সারাদেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট কর্মসূচি ঘোষণা করে। অপরদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ক্লাস করতে পারে সেজন্য জেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ রবিবার সকাল থেকে কলেজ গেটে অবস্থান নেন। দুপুরের দিকে ছাত্রদল নেতৃবৃন্দ তাদের কর্মসূচি পালনের জন্য কলেজ গেটে গেলে তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে কলেজ গেটের কাছের রাজনগর সড়কে ছাত্রলীগ ও ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া এবং ইট-পাটকেল ছোড়ার ঘটনা ঘটে। এতে কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান শাওন ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিংকু আহত হন।
এ সময় তারা রাজনগর এলাকার ফজলুর রশিদ শাহিনের মালিকানাধীন আর আর ডিপার্টমেন্টাল স্টোর ভাঙচুর, মালামাল ও ক্যাশের টাকা লুটপাট করে। এ ছাড়াও তারা ওই প্রতিষ্ঠানের পাশের ব্যবসা প্রতিষ্ঠান ডিজিটাল মিডিয়ার শাটার ভেঙে ফেলেন। পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কলেজ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।