হবিগঞ্জে আওয়ামী লীগের চার নেতা বহিষ্কার
প্রকাশিত হয়েছে : ৮:৫১:১৮,অপরাহ্ন ২৩ জুলাই ২০১৬
সুরমা নিউজ:
দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে হবিগঞ্জে আওয়ামী লীগের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বহিষ্কৃত নেতারা হচ্ছেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম মোল্লা মাসুম, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, মাধবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহ মো. মুসলিম ও মাধবপুর পৌর আওয়ামী লীগ সভাপতি বেনু মাধব রায়।
জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক শাহ ফখরুজ্জামান জানান, শনিবার দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি।
সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির বলেন, সভায় অভিযোগ ওঠে বিগত পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে উল্লিখিত চার নেতা অবস্থান নেন। এ অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বসম্মতিক্রমে তাদের বহিষ্কার করা হয়।