আড়িয়াল খাঁ নদে ট্রলার ডুবি ৮ জনের প্রাণহানী
প্রকাশিত হয়েছে : ১:১৬:০৪,অপরাহ্ন ২৩ জুলাই ২০১৬
সুরমা নিউজ :
নরসিংদীর রায়পুরা উপজেলায় আড়িয়াল খাঁ নদে ট্রলার ডুবে আট জনের মৃত্যু হয়েছে। রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মহম্মদ আব্দুল মতিন নিহতের এই সংখ্যা জানিয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে ট্রলারটি যাত্রীবোঝাই করে একটি মাজারে যাচ্ছিল।
স্থানীয় একজন সাংবাদিক জানান ওই ট্রলারের ধারণ ক্ষমতার থেকে অনেক বেশি যাত্রী নেওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।ট্রলারটি ছাড়ার পরপরই উল্টে যায় বলে যারা সাঁতরে তীরে উঠেছেন তারা জানিয়েছেন।
ট্রলারটি অল্পদূর যাবার পর উল্টে যাওয়ার কারণে অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। কেউ নিখোঁজ আছে কী-না তা এখন খতিয়ে দেখা হচ্ছে।ঢাকা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে।