সাংবাদিকের উপর হামলা : ডিআইজি প্রিজনের দুঃখপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৬, ৯:১৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ :
সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিকদের উপর কারারক্ষীদের হামলা ও মারধরের ঘটনায় দু:খপ্রকাশ করেছেন ডিআইজি প্রিজন তৌহিদুল ইসলাম।
বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর কারামুক্তিতে বিলম্ব নিয়ে কারারক্ষী ও ছাত্রলীগ নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কারাফটকে দায়িত্ব পালনরত সাংবাদিকদেরও মারধর শুরু করে কারারক্ষীরা। এতে গুরুতর আহত হন ফটো সাংবাদিক আনিস মাহমুদ, শহীদুল ইসলাম ও মামুন আহমদ।
আক্রান্ত সাংবাদিকরা জানান- কারারক্ষীরা তাদের কাছ থেকে ৩টি ক্যামেরা কেড়ে নেন এবং ১টি ক্যামেরা ভাঙচুর করেন। তাদের মোটর সাইকেলও ভাঙচুর করেন।
এসময় ডিআইজি প্রিজন ঘটনাটিকে অনাকাঙ্খিত উল্লেখ করে সাংবাদিকরা আক্রান্ত হওয়ার ঘটনায় দু:খপ্রকাশ করেন।
সাংবাদিকদের উপর কোন কারারক্ষী হামলা করে থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে ডিআইজি প্রিজন বলেন- কোন সাংবাদিকের ক্যামেরা কারারক্ষী নিয়ে থাকলে অবশ্যই তা ফিরিয়ে দেয়া হবে।