বড় দুই দলের অসহনশীলতাই জঙ্গিবাদকে উস্কে দিচ্ছেঃ জুনায়েদ সাকি
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০১৬, ১২:২৪ অপরাহ্ণ
সুরমা নিউজঃগণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, দুই দলের অসহনশীল সম্পর্কই জঙ্গীবাদকে উস্কে দিচ্ছে। বিশেষভাবে বলতে হয় রাজনৈতিক অস্থিরতা। অন্যভাবে বললে বলা যায় রাজনৈতিক পৃষ্ঠপোষকতাই জঙ্গিবাদউত্থানের কারণ। বড় দুই দলের মধ্যে সমন্বয়হীনতা আর যে হানাহানি তাতে জঙ্গিরা সুবিধা নেবে এটাই স্বাভাবিক। সমাজের সবাই জঙ্গিবিরোধী ঠিক আছে, কিন্তু সমাজের অধিকাংশ মানুষ যখন রাষ্ট্রের দ্বারা মার খায়, তখন জঙ্গিরা কাকে মারলো বা কোথায় বোমা বিস্ফোরণ ঘটালো তা নিয়ে সমাজ ভাবতে চায় না। মঙ্গলবার সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। দুটি দলের মধ্য সামান্যতম শ্রদ্ধাবোধ লক্ষ্য করা যায়না। দেশের ক্রান্তিলগ্নে যেখানে সহযোগিতা সহনশিলতা প্রয়োজন সেখানে আমরা দেখতে পাচ্ছি চরম দায়িত্বহীন কথাবার্তা। যা কিনা জাতিকে হতাশ করছে। এভাবে চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার এটা অনুমেয়।