এবার ১৫ হাজার শিক্ষাকর্মী ছাঁটাই
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৬, ৭:২০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সামরিক অভ্যুত্থানের চেষ্টা করে ব্যর্থ হয় তুরস্কের বেশ কিছু সামরিক কর্মকর্তা ও সেনা সদস্যরা। তারই জেরে দেশ জুড়ে তোড়জোড় চালাচ্ছেন তুর্কি সরকার। বহু সেনা ও পুলিশ সদস্যকে আটক, বিচারকদের বরখাস্ত করা হয়েছে। এবার শিক্ষা মন্ত্রণালয়ের ১৫ হাজারেরও বেশি কর্মীকে বরখাস্ত করা হল।
তুরস্কের শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ছাঁটাইকৃত শিক্ষাকর্মীরা তুরস্কের নির্বাসিত ধর্মীয় ফেতুল্লা গুলেনের অনুসারী। ফেতুল্লা গুলেন বর্তমানে যুক্তরাষ্ট্রে নির্বাসন নিয়েছেন। এরদোয়ান সরকার তাকেই এই অভ্যুত্থানের জন্য দায়ী করেছে। গুলেন এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
১৫ হাজার শিক্ষা বিষয়ক কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি আরও প্রায় ১৫শ বিশ্ববিদ্যালয়ের ডিনকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছে তুরস্কের সর্বোচ্চ শিক্ষা বোর্ড।
অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম প্রতিজ্ঞা করেছেন, যে গুলেনের সমর্থকদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন। যে কারণে দেশটির বিচার ব্যবস্থা, আইন প্রয়োগকারী সংস্থা, নিরাপত্তা সংস্থা এবং বেসামরিক ক্ষেত্রেও ব্যাপক ছাঁটাই বাছাই করা হচ্ছে।
ইতোমধ্যে প্রায় ৬ হাজার সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ৯ হাজার পুলিশ সদস্য এবং ৩ হাজার বিচারক চাকরীচ্যুত হয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২৫০ জন কর্মীকেও অপসারণ করা হয়েছে। সেই সাথে দেশটির বেশ কয়েকটি রেডিও ও টিভি চ্যানেলের লাইসেন্স বাতিল করা হয়েছে।