শেরপুরে ইয়াবা ও মাদকসহ এক মহিলা আটক
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৬, ৪:০৮ অপরাহ্ণ
শেরপুর সংবাদদাতা:
শেরপুরে ৩০ পিস ইয়াবা ও ৫লিটার দেশীয় মদসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদক ব্যবসায়ী হলো, মৌলভীবাজার সদর থানার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের সোনারা বেগম (৪৮)। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন সহকারী সদস্যদের সাথে নিয়ে শেরপুরের ব্রাহ্মণগ্রামের সোনারা বেগমের বাড়িতে অভিযান চালান। তার ঘরে তল্লাশী চালিয়ে ৩০পিস ইয়াবা ও ৫লিটার দেশীয় মদসহ সোনারা বেগমকে আটক করেন।
সোনারা বেগমের ওসমানীনগর থানার সাদিপুর ইউপির ইব্রাহিমপুর মৃত কবির মিয়ার স্ত্রী। বর্তমানে শেরপুর ব্রাহ্মণগ্রামে বসবাস মাদক ব্যবসা করে আসছে। ইতোপূর্বে একাধিকবার সোনারা বেগম মাদকসহ প্রশাসনের হাতে ধরা পড়লেও জামিনে বেরিয়ে প্রতিবার সে পুরনো ব্যবসায় জড়িয়ে পড়ে বলে জানিয়েছেন এলাকার লোকজন।
এদিকে, মৌলভীবাজার থানার নাজিরাবাদ এলাকায় সুমন্ত রবিদাসের বাড়িতে অভিযান করে মদ তৈরীর উপকরণ উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন্তসহ ৩জন পালিয়ে যায়। এ ব্যাপারে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার মাদক দ্রব্য পরিদর্শক অমর কুমার সেন।