শাহজালালের সাথে একিভূত হচ্ছে ফেঞ্চুগঞ্জ সার কারখানা
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৬, ৮:৫৫ অপরাহ্ণ
সুরমা নিউজ: দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রথম সারকারখানা স্থাপিত হয়েছিল সিলেটের ফেঞ্চুগঞ্জে। ১৯৬১ সালে স্থাপিত এই কারখানা একসময় দেশের সারের চাহিদার বড় অংশের যোগান দিত। দীর্ঘদিন থেকে যন্ত্রপাতি সংস্কার না হওয়া এবং পরিবর্তিত প্রযুক্তির সাথে তাল মেলাতে না পারায় দিন দিন বাড়তে থাকে কারখানাটির উৎপাদন ব্যয়। গত কয়েক বছর থেকে প্রতি টনে প্রায় ২২ হাজার টাকা ভর্তুকি দিয়েই এই কারখানায় উৎপাদন করা হচ্ছিল সার। অবশেষে এই সারকারখানাটি ফেঞ্চুগঞ্জে নবনির্মিত শাহজালাল সারকারখানার সাথে একিভূত হতে যাচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে ইতোমধ্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) থেকে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
সূত্র জানায়- ফেঞ্চুগঞ্জ সারকারখানার পাশেই নির্মিত হয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সারকারখানা ‘শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি’। কারখানাটিতে বর্তমানে পরীক্ষামূলক উৎপাদন চলছে।
সারকারখানা সূত্র জানায়- গত ২২ জুন বিসিআইসি’র কোম্পানি উপবিভাগের মহাব্যবস্থাপক সেলীনা বেগম স্বাক্ষরিত একটি পত্র প্রেরণ করা হয় ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড ফেঞ্চুগঞ্জের (ফেঞ্চুগঞ্জ সারকারখানা) ব্যবস্থাপনা পরিচালকের কাছে।
ওই চিঠিতে শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে প্রতিষ্ঠানটির সকল আয়-ব্যয়, দায়-দেনা ও সম্পদ একই কম্পাউন্ডে প্রতিষ্ঠিত শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড এর নিকট হস্তান্তরের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়।
সূত্র জানায়- ইতোমধ্যে ফেঞ্চুগঞ্জ সারকারখানার প্রায় ৯০ ভাগ কর্মকর্তা ও কর্মচারীকে নবনির্মিত শাহজালাল সারকারখানায় পদায়ন করা হয়েছে। এখন ফেঞ্চুগঞ্জ সারকারখানা বন্ধ বা শাহজালাল সারকারখানার সাথে একিভূত করতে আনুষ্ঠানিক ঘোষণাই বাকি রয়েছে।