শাহজালাল বিমানবন্দরের পোস্ট অফিসে মিলল ভায়াগ্রা টাবলেট, চাকু
প্রকাশিত হয়েছে : ১:৫৫:৫৭,অপরাহ্ন ১৪ জুলাই ২০১৬
সুরমা নিউজ ডেস্ক : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসের একটি চালান থেকে ভায়াগ্রা টাবলেট, চাকু ও ইলেকট্রিক কম্বল উদ্ধার করা হয়েছে। অবৈধ অস্ত্র, বিস্ফোরক, মাদকসহ ঝুঁকিপূর্ণ পণ্যের খোঁজে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্রেইট ইউনিটের কুরিয়ার শাখায় বিশেষ অভিযানে এগুলো উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের যুগ্ম কমিশনার শফিউর রহমান।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ অভিযান শুরু হয়। অভিযান শেষে বিকেল ৪টায় এক প্রেসব্রিফিং এ কথা জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান। তিনি বলেন, ‘বিমানবন্দর ফরেন পোস্ট অফিসের একটি চালান পরীক্ষা করা হয়। এর মধ্যে সাতহাজার ৪২০ ভায়াগ্রা টাবলেট, ৮টি চাকু, ৩টি ইলেকট্রিক কম্বলসহ যৌন উত্তেজক কিছু টাবলেট পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘গত ৮ জুলাই থেকে এ অভিযান শুরু হয়েছে। চলবে ২৩ জুলাই পর্যন্ত।’
এর আগে ড. মইনুল খান জানান, সম্প্রতি বিভিন্ন দেশে অনলাইনে ক্রয়-বিক্রয়ের মাধ্যমে পোস্টাল ও কুরিয়ার সার্ভিস ব্যবহার করে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিকারী বিভিন্ন পণ্য পরিবহনের গোপন তথ্য পাওয়া গেছে। সেজন্য পরিচালিত এ বিশেষ অভিযানে এশিয়া মহাদেশের অন্তত ৩৩টি দেশ থেকে আসা পার্সেলগুলোয় ঝুঁকিপূর্ণ পণ্যের খোঁজে র্যাবের ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি করা হচ্ছে।