সুরমা নিউজ ডেস্ক: গভীর রাতে প্রেমিকার বাসায় গিয়েছিলেন প্রেমিক। কিন্তু প্রেমিকার কক্ষে থাকা অবস্থায় বাড়ির অন্যরা বিষয়টি টের পেয়ে যায়। এ অবস্থায় প্রেমিককে বাঁচাতে তাঁকে ট্রাংকে ঢুকিয়ে তালা মেরে দেন প্রেমিকা। আর এতেই প্রাণ হারান হতভাগ্য প্রেমিক। পাকিস্তানের মুজাফফরগড়ে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির জানায়, চাচাতো বোন রানি বিবির সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল মুশতাক আহমেদের। দুজনেই বিবাহিত ছিলেন।
গভীর রাতে রানির সঙ্গে দেখা করতে যান মুশতাক। রানির পরিবারের সদস্যরা তখন ঘুমিয়ে ছিলেন। কিন্তু মুশতাক ঘরে ঢোকামাত্রই রানি বিবির শ্বশুর ও দেবর জেগে ওঠেন। হতবুদ্ধি হয়ে কী করবেন ভেবে না পেয়ে রানি তাঁর প্রেমিককে তখনই একটি বড় ট্রাংকের মধ্যে লুকিয়ে রাখেন। এরপর ট্রাংকে লাগিয়ে দেন তালা।
কিন্তু বাড়িতে কেউ ঢুকেছে, এটা বুঝতে পেরে রানির শ্বশুর ও দেবর আগন্তুককে খোঁজা শুরু করেন। কিন্তু তাঁরা আর কাউকে খুঁজে পাননি। এদিকে ট্রাংকে আটক মুশতাক ১৫ মিনিটের মধ্যেই দম বন্ধ হয়ে মারা যান ।
স্থানীয় পুলিশ কর্মকর্তা সরদার মুহাম্মদ ইদ্রিস জানান, মুশতাক আহমেদকে হত্যার অভিযোগে রানি বিবির শ্বশুর ও তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
ধরা পড়ার ভয়ে ট্রাঙ্কে তালা: শ্বাসরুদ্ধ হয়ে প্রেমিকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৯:১১:১২,অপরাহ্ন ১৪ জুলাই ২০১৬