নিজের মালপত্র নিজেই বহন করে নিয়ে গেলেন ডেভিড ক্যামেরন !
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৬, ২:০৭ অপরাহ্ণ
সুরমা নিউজ: ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া নিয়ে গণভোটের রায়ের পর পদত্যাগের ঘোষণা দেয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন আজ বুধবার (১৩ জুলাই)। দায়িত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রী বাসভবন ছাড়তে নিজের মালপত্র নিজের বহন করে নিয়ে যাচ্ছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মালপত্র বহন করা তাঁর ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে পড়েছে। প্রবাসী সাংবাদিক ফজলুল বারী ক্যামেরনের মালপত্র বহনের এক ছবি তাঁর ফেসবুকে শেয়ার করে লিখেছেন চিন্তা করতে পারেন বাংলাদেশে এ দৃশ্য? একটি সভ্য, ভদ্র, গণতান্ত্রিক রাষ্ট্রেই শুধু এসব সম্ভব। নিজের পারিবারিক মালপত্র নিজেই বহন করে নিয়ে যাচ্ছেন ডেভিড ক্যামেরন!