হবিগঞ্জে নিখোঁজ দুই শিক্ষার্থী উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৮:২৩:৪৩,অপরাহ্ন ১২ জুলাই ২০১৬
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জ জেলার সদর উপজেলার শায়েস্তাগঞ্জ থেকে নিখোঁজ হওয়া ২ শিক্ষার্থীকে বাহুবল থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃতরা হলো- হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ থানার পশ্চিম বড়চর গ্রামের আব্দুল জব্বারের ছেলে সুকড়িপাড়া হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র ফয়সল মিয়া (১৪) ও একই এলাকার বাসিন্দা আব্দুস শহীদের ছেলে দি-কাশফিয়ান স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আব্দুল হাসান রিয়াজ (১২)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রিয়াজ ও ফয়সল স্কুলে যাওয়ার জন্য একসাথে বের হয়ে বিকেল পর্যন্ত বাড়িতে ফেরেনি। এ অবস্থা থেকে ফয়সলের বাবা আব্দুল জব্বার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থানায় একটি জিডি করেন। জিডির প্রেক্ষিতে তাৎক্ষণিক থানার ওসি মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার বিকেলে রিয়াজ ও ফয়সলের দুলাভাই তাজুল ইসলামের গ্রামের বাড়ি বাহুবল উপজেলার শিমুলিয়াম গ্রাম থেকে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে অভিভাবকরা থানায় এসে মুচলেকা দিয়ে তাদেরকে নিয়ে যান।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. ইয়াছিনুল হক বলেন- লেখাপড়ার চাপে রিয়াজ ও ফয়সল পালিয়ে তাদের দুলাভাইয়ের বাড়িতে আশ্রয় নেয়। পুলিশ তাদেরকে উদ্ধার করে স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছে।