সিরিয়ায় চার ফুটবলারকে শিরোচ্ছেদ করলো আইএস
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৬, ৮:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজ: সৌদি আরবের রিয়াদভিত্তিক জনপ্রিয় ফুটবল ক্লাব আল শাবাবের চার সিরীয় ফুটবলারের শিরোচ্ছেদ করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে শিরোচ্ছেদ করা হয়েছে বলে শুক্রবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম মেইল অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়।
আইএসের স্বঘোষিত রাজধানী আল রাকা শহরে জনসমক্ষে ওই চার ফুটবলারের শিরোচ্ছেদ করে। ধারাবাহিক টুইট বার্তায় আইএস শিরোচ্ছেদকৃতদের নাম ও ছবি প্রকাশ করে। এ সকল ছবিতে দেখা যায় ভয়ার্ত চোখে শিরোচ্ছেদ করা দেখছে কিছু শিশু।
টুইটারে আইএস দাবি করে, নিহত ফুটবলাররা হচ্ছেন ওসামা আবু কুয়েত, ইহসান আল শোয়াইখ, নেহাদ আল হুসেন ও আহমেদ আহাওয়াখ। এ সকল ফুটবলাররা কুর্দি বিদ্রোহী গ্রুপ ওয়াইপিজি’র গুপ্তচর হিসেবে কাজ করতো।
সিরিয়া ও ইরাকের অনেক অংশে প্রভাব বিস্তারের পর আইএস যে সকল কাজ নিষিদ্ধ করেছে, তার মধ্যে ফুটবল খেলা অন্যতম। ফুটবল খেলাকে তারা অপরাধ হিসেবে গণ্য করে নিষিদ্ধ করে। এছাড়াও গতবছর এশিয়ান কাপ টুর্নামেন্টে ইরাক ও জর্ডানের মধ্যকার ফুটবল ম্যাচ দেখার অভিযোগে ১৩ শিশুকে জবাই করে হত্যাও করেছিলো আইএস জঙ্গিরা।