সাবেক চিফ হুইপ শহীদ অসুস্থ, ঢাকায় প্রেরণ
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৬, ৭:৩২ অপরাহ্ণ
সুরমা নিউজ: সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহিদকে গুরুতর অসুস্থ অবস্থায় শুক্রবার ঢাকায় প্রেরণ করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫ শ্রীমঙ্গলের হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট থেকে হেলিকাপ্টার যোগে তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
আব্দুস শহীদের ছোট ভাই মোসাদ্দেক আহমেদ মানিক জানান, আব্দুস শহীদ শুক্রবার ডায়রিয়ায় আক্রান্ত হন। বিকেলে তাঁর অবস্থার অবনতি হলে হেলিকাপ্টারযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়।