সৌদিতে বোমা হামলার ঘটনায় ১২ পাকিস্তানি আটক
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৬, ২:১৯ অপরাহ্ণ
সুরমা নিউজ: মদিনাসহ সৌদি আরবে তিনটি স্থানে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে ১২ পাকিস্তানিসহ ১৯ জনকে আটক করা হয়েছে। গত সোমবারের এই হামলায় চার পুলিশ সদস্যসহ আটজন নিহত হন। সৌদি আরবের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিবি জানিয়েছে, মদিনায় একটি মসজিদের কাছে বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর চার সদস্যসহ পাঁচজন নিহত হন। সেখানে বোমা হামলাকারী নাম নায়ের মুসলিম হামাদ। ২৬ বছর বয়সী এই যুবক সৌদি নাগরিক।
একই দিন দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের কাতিফ এলাকায়ও বোমা হামলা হয়। হামলায় অংশ নেয়া তিন ব্যক্তির পরিচয় জানা গেলেও তাদের জাতীয়তা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীরা হলেন- আবদুল্লাহ আল-ওমর (২৩), ইব্রাহিম আল-ওমর (২০), আবদুল করিম আল-হুসনি (২০)। তাদের কারো কাছেই সৌদি পরিচয়পত্র পাওয়া যায়নি। এছাড়া সৌদি আরবের জেদ্দায় বোমা বিস্ফোরণ ঘটাতে গিয়ে এক ব্যক্তি নিহত হন।
সৌদি আরবে হামলা চালানোর দায় স্বীকার করেনি কেউ। তবে হামলার ধরন থেকে এর সঙ্গে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।