আইএস অনৈসলামিক সংগঠন : জাকির নায়েক
প্রকাশিত হয়েছে : ৭:৫৭:০৫,অপরাহ্ন ০৭ জুলাই ২০১৬
সুরমা নিউজ: ভারতীয় ইসলামি চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক বলেছেন, ইসলামিক স্টেট (আইএস) একটি অনৈসলামিক সংগঠন। গুলশানের হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘ইসলামিক স্টেটের নাম করে আমরা ইসলামের নিন্দা করছি। ইরাক ও সিরিয়ায় তারা অনৈসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, যারা নিরপরাধ বিদেশিদের হত্যা করছে। এই নামটি ইসলামের শত্রুদের দেওয়া।’
অভিযোগ উঠেছে, ঢাকায় সন্ত্রাসী হামলায় জড়িতরা জাকির নায়েকের লেকচারের মাধ্যমে অনুপ্রাণিত হয়েছিলেন। মক্কা থেকে টেলিফোনে জাকির নায়েক বলেন, তার ফেসবুকে ১ কোটি ৪০ লাখ ফলোয়ার রয়েছে। এর পাশাপাশি উর্দু, বাংলা ও চীনা ভাষাভাষীদের মধ্যে পিস টিভির ২ কোটি দর্শক রয়েছে।
তিনি বলেন, ‘আমার ফেসবুক ফলোয়ারের বড় অংশই বাংলাদেশি। ৯০ শতাংশ বাংলাদেশি আমাকে চিনে থাকতে পারে। প্রবীণ রাজনীতিক থেকে সাধারণ মানুষ, শিক্ষকরা রয়েছেন সেই তালিকায়। তাদের পঞ্চাশ শতাংশ আমার গুণমুগ্ধ। তাহলে জঙ্গিরা আমায় চিনত বলে আমি কী অবাক হব? না। যাহোক এর মানে এই নয় যে আমি তাদের সমর্থন করি।’
জাকির নায়েক বলেন, ‘একজন লোক হজরত মুহাম্মদ (সা.)-এর কঠোর অনুসারী হতে পারে। তার মানে কি এই যে মহানবী তাকে মানুষ হত্যা করতে বলেছেন? কোরআনে বলা হয়েছে, যখন কেউ যেকোনো ধর্মের কোনো মানুষকে হত্যা করে তখন সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করে।’