এবার বিজ্ঞাপন দিয়ে নারী বিক্রি করছে আইএস
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৬, ৯:২৭ অপরাহ্ণ
সুরমা নিউজ: যৌথ বাহিনীর আক্রমণে এখন লেজ গুটিয়ে পালাচ্ছে ইসলামী জঙ্গিদল আইএস। তবে থেমে নেই তাদের নৃশংসতা। এবার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাপ-এ যৌনদাসী (নারী) বিক্রয় শুরু করেছে নরঘাতকরা। তেমনই একটি বিজ্ঞাপনে লেখা হয়েছে, ‘বিক্রির জন্যে মেয়ে রয়েছে। ভার্জিন, সুন্দরী, ১২ বছর বয়স। এখনও পর্যন্ত দর উঠেছে ১২,৫০০ মার্কিন ডলার। খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে।’
সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের এক সক্রিয় কর্মী অ্যাসোসিয়েটেড প্রেসের হাতে আরবি ভাষায় লেখা এনক্রিপ্ট করা একটি কথোপকথন তুলে দিয়েছেন। এমন করেই আইএস ইয়াজিদি সম্প্রদায়ের মেয়ে ও শিশুদের যৌন দাস-দাসী হিসেবে বিক্রি করে দিচ্ছে।
মহিলা এবং ছোট ছোট মেয়েদের বিক্রি করার পর তাদের যাবতীয় তথ্য, নাম, বয়স, ছবি এবং কার কাছে বিক্রি করা হয়েছে, সব কিছু নিজেদের নেটওয়র্কে শেয়ার করে দেয় আইএস যাতে পালানোর কোনো পথ না পায় তারা। কেউ যদি তাদের উদ্ধার করার চেষ্টা করেন, তাহলে আইএসের হাতে প্রাণ যায় তার।