সন্ধ্যায় বৈঠকে বসবে চাঁদ দেখা কমিটি
প্রকাশিত হয়েছে : ৮:৫৮:৪৩,অপরাহ্ন ০৫ জুলাই ২০১৬
সুরমা নিউজ: পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে তা নির্ধারণে আজ (মঙ্গলবার) সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা ৭টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মতিউর রহমান। ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনিয়েছে।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭ নম্বরে টেলিফোন করে অথবা ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ করা হয়েছে।
আজ দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার ঈদুল ফিতর পালিত হবে। আর চাঁদ দেখা না গেলে বৃহস্পতিবার ঈদ পালিত হবে।