‘ওরা মুসলিম হলে আমি মুসলিম নই’
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৬, ১১:৫১ পূর্বাহ্ণ
সুরমা ডেস্ক : গুলশানের বর্বরোচিত হামলায় সারা বিশ্ব স্তম্ভিত। বলিউড তারকারাও শোক জানিয়েছেন এই নৃশংস ঘটনায়। সুপারস্টার সালমান খানের বাবা সেলিম খান টুইটারে এ ঘটনার নিন্দা করে বলেন, এই আক্রমণকারীদের কাউকে তিনি মুসলিম বলে মেনে নিতে রাজি নন। রোববার রাতের দিকে টানা কয়েকটি টুইটে এ বিষয়ে নিজস্ব দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দেন সেলিম খান।‘যেসব লোকজন কিছুদিন বিরতির পর পর এ ধরনের আক্রমণ বা পরিস্থিতি তৈরি করছেন, পৃথিবীজুড়ে তাদের মুসলিম বলা হচ্ছে। মুসলিম হতে হলে একজন মানুষকে মহানবী (সা.) এবং কোরআন অনুসরণ করতে হয়। আমি জানি না, এসব মানুষ কী অনুসরণ করছে। তবে তারা আর যাই হোক, ইসলাম অনুসরণ করছে না।’
“যেকোনো কারণেই যদি এরা মুসলিম হয়ে থাকে, তাহলে আমি মুসলিম নই। মহানবী (সা.) বলেছেন, ‘একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা সমগ্র মানবজাতিকে হত্যা করার সমান।’”
‘এবারের ঈদে আমরা যেন এ বিষয়ে একমত হই যে আমাদের প্রার্থনা অপূর্ণ থাকবে, যদি আমরা এই চিন্তাহীন কাপুরুষোচিত হত্যার বিরুদ্ধে রুখে না দাঁড়াই।’