ওসমানী হাসপাতালে পুলিশের উপর হামলা
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০১৬, ৯:৩৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে পুলিশের ওপর হামলা চালিয়েছে প্রাইভেট এম্বুলেন্স চালক ও তাদের সহযোগিরা। হামলায় এক পুলিশ কন্সটেবল গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। আহত কনস্টেবলের নাম মফিজুল ইসলাম রানা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে সিওমেক পুলিশ বক্সের এসআই কালামের নেতৃত্বে হাসপাতালের সম্মুখে অবৈধভাবে রাখা কয়েকটি প্রাইভেট এম্বুলেন্স সরিয়ে দেয়ার চেষ্টা করে পুলিশ। এতে ক্ষিপ্ত হন এম্বুলেন্স চালকরা। বাকবিতণ্ডার এক পর্যায়ে চালক ও তাদের সহযোগিরা হামলা চালায় পুলিশের ওপর। হামলায় মারাত্মকভাবে আহত হন এ ফাঁড়ির কনস্টেবল রানা।
এ ব্যাপারে সিওমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইব্রাহিম খলিল সুরমা নিউজকে জানান, ঘটনার সময় আমি একটা কাজে ব্যাংকে ছিলাম। পরে জেনেছি এমন হামলার ঘটনা ঘটেছে এবং আমাদের একজন কনস্টেবল আহত হয়েছেন।
দীর্ঘদিন ধরে প্রাইভেট এম্বুলেন্স চালকরা হাসপাতাল প্রাঙ্গনে অবৈধভাবে এম্বুলেন্স পার্কিং করে আসছেন। নিজেদের এম্বুলেন্স ব্যবহারের জন্য রোগী ও রোগীর আত্মীয়দের টানাহেঁচড়ার মতো হয়রানী করেন বলেও অভিযোগ আছে এই চালক ও তাদের সহযোগিদের বিরুদ্ধে।