ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী জনসন?
প্রকাশিত হয়েছে : ৫:০৩:২৮,অপরাহ্ন ২৮ জুন ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনে এ কথা এখন শোনা যাচ্ছে যে, ডেভিড ক্যামেরনের পর প্রধানমন্ত্রী হচ্ছেন বরিস জনসন।
বরিস জনসন ‘বোজো’ নামে পরিচিত। তিনি লন্ডনের প্রাক্তন মেয়র কনজারভেটিভ দলের নেতা। তার এক সমর্থক ও পার্লামেন্ট সদস্য (এমপি) ব্রিটেনের একটি পত্রিকাকে বলেন, ‘তিনি (জনসন) তার (ক্যামেরন) জন্য খুবই মর্মাহত।’
ওই এমপি আরো বলেন, ‘তিনি (জনসন) কখনই ভাবেননি যে, এমনটি ঘটতে যাচ্ছে। কেননা, তিনি ভাবেননি যে ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যারা যেতে চান তারা জিততে যাচ্ছেন। তিনি ক্যামেরনের জন্য সত্যি মর্মাহত।’
তিনি বলেন, ‘ক্যামেরন পদত্যাগের ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পর বরিস জনসনের দেওয়া বক্তব্য ছিল অভিজ্ঞ রাজনীতিকদের মতো।’
বরিস জনসন সম্পর্কে আরেক টোরি এমপি বলেন, ‘তাকে আটকানো খুব কঠিন ছিল। ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়ার পক্ষে প্রচারাভিযানে জনসন নিজেকে উজাড় করে দিয়েছিলেন। তিনি আমাদের সকলের চেয়ে, সবচেয়ে ভালো প্রচারক। সুতরাং কে তাকে থামাবে?’