সিলেটে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০১৬, ৮:৪১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ: পবিত্র রমজান মাসে রহমত দশকের পর মাগফিরাতের দশক এখন চলমান। এবারের মাগফিরাত দশকে দুটি জুমার নামাজ আদায়ের ভাগ্য হয়েছে মুসল্লিদের। গত সপ্তাহে প্রথম জুমার পর আজ মাগফিরাত দশকের শেষ জুমা আদায় করেছেন মুসল্লিরা।
এদিকে, জুমার নামাজ পড়তে সিলেট নগরীর মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নামে। কোথায়ও তিল ধারনের ঠাঁই ছিল না। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্বের সব মানুষের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে এমনিতেই জুমার নামাজের যথেষ্ট গুরুত্ব রয়েছে। রমজান মাসের মাগফিরাত দশকের শেষ জুমার গুরুত্ব ও ফজিলত আরো বেশি। এজন্য এ সময় মসজিদগুলোতে মুসল্লিদের ভিড় বেশি থাকে।
শুক্রবার জুমার আজানের আগেই সিলেটের শাহজালাল, শাহপারণ মাজার মসজিদসহ নগরীর মসজিদগুলো মুসল্লিরা সমবেত হতে শুরু করেন। নামাজের আগে কানায় কানায় ভরে যায় সব মসজিদ। অধিকাংশ মসজিদে জায়গা না পেয়ে ছাদ, খোলা জায়গা কিংবা রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা।
নগীর জিন্দাবাজারস্থ আল মারজান জামে মসজিদের ছাদেও মুসল্লিরা নামাজ আদায় করেছেন। শুধু ছাদেই নয়, এক পর্যায়ে ছাদে জায়গা না হওয়াতে পাশবর্তী শুকরিয়া মার্কেটের মধ্যে জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। একই অবস্থা ছিলো নগরীর প্রতিটি মসজিদে।
এদিকে, জুমার নামাজ পড়তে সিলেট নগরীর মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নামে। কোথায়ও তিল ধারনের ঠাঁই ছিল না। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্বের সব মানুষের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে এমনিতেই জুমার নামাজের যথেষ্ট গুরুত্ব রয়েছে। রমজান মাসের মাগফিরাত দশকের শেষ জুমার গুরুত্ব ও ফজিলত আরো বেশি। এজন্য এ সময় মসজিদগুলোতে মুসল্লিদের ভিড় বেশি থাকে।
শুক্রবার জুমার আজানের আগেই সিলেটের শাহজালাল, শাহপারণ মাজার মসজিদসহ নগরীর মসজিদগুলো মুসল্লিরা সমবেত হতে শুরু করেন। নামাজের আগে কানায় কানায় ভরে যায় সব মসজিদ। অধিকাংশ মসজিদে জায়গা না পেয়ে ছাদ, খোলা জায়গা কিংবা রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা।
নগীর জিন্দাবাজারস্থ আল মারজান জামে মসজিদের ছাদেও মুসল্লিরা নামাজ আদায় করেছেন। শুধু ছাদেই নয়, এক পর্যায়ে ছাদে জায়গা না হওয়াতে পাশবর্তী শুকরিয়া মার্কেটের মধ্যে জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। একই অবস্থা ছিলো নগরীর প্রতিটি মসজিদে।