ঢাকা-সিলেট মহাসড়কে ৫ মিনিটের রাস্তা পার হতে সময় লাগে ৪ ঘণ্টা
প্রকাশিত হয়েছে : ৪:৩০:১৭,অপরাহ্ন ১৯ জুন ২০১৬
সুরমা ডেস্কঃ প্রতিনিয়ত যানজটের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত যাত্রী আর পরিবহন শ্রমিক-চালকদের কাছে এখন বিষফোড়া হয়ে গেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গাউছিয়া এলাকা। মহাসড়কের উপজেলার গাউছিয়ার এলাকাটুকু গাড়ি দিয়ে পার হতে স্বাভাবিকভাবে ৫ মিনিট সময় লাগলেও এখন প্রতিদিনই ৩/৪ ঘণ্টা করে সময় লেগে যাচ্ছে। মহাসড়কে অবৈধ পার্কিং, পুলিশের চাঁদাবাজি, ফুটপাথ, দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজার আর ভুলতায় নির্মাণাধীন ফ্লাইওভারের কাজের কারণে এই যানজট সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।
গাউছিয়ার যানজট এড়াতে অনেক যাত্রী আর চালকরা বিকল্প সড়ক ব্যবহার করছেন।
জানা গেছে, রাজধানীর পূর্ব প্রবেশদ্বার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা। দেশের পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগ ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ আর নরসিংদী জেলার যাত্রী আর পরিবহন ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে উপজেলার এই অংশে পারাপার হয়। এছাড়া, চট্টগ্রাম থেকে রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় পণ্য পরিবহনের জন্য চালকদের এশিয়ান বাইপাস রোডের ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া এলাকায় এসে রাস্তা ক্রস করে থাকে।
এছাড়া, দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজার উপজেলার ভুলতা-গাউছিয়া মার্কেট। এ কারণে গুরুত্বপূর্ণ এই সড়ক যানজটমুক্ত রাখতে স্থানীয় পুলিশ প্রশাসন সিসি ক্যামেরা দ্বারা সড়ক পর্যবেক্ষণসহ পর্যাপ্ত সংখ্যক লোকবল মোতায়েন এবং আরো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
কিন্তু বর্তমানে সকল ব্যবস্থাকে ভেঙে চলাচলরত যাত্রী আর পরিবহন শ্রমিক-চালকদের কাছে এখন গাউছিয়া বিষফোড়া হয়ে গেছে। গাউছিয়ার ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট পয়েন্টে লেগুনা, সিএনজি, ফিটনেসবিহীন প্রাইভেট কারের অবৈধ স্ট্যান্ড, যত্রতন্ত্র গাড়ি পার্কিং, মহাসড়কের দুইপাশ জুড়ে ফুটপাথ দখল, ফাঁড়ি পুলিশ, ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ আর যানজট নিরসনে নিয়োজিত স্বেচ্ছাসেবক কর্মীদের এবং কথিত পরিবহন সংগঠনের চাঁদাবাজি, দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজার ভুলতা-গাউছিয়া মার্কেটে কাপড়ের জন্য ক্রেতাদের উপচে পড়া ভিড় আর ভুলতায় নির্মাণাধীন চার লেনের ফ্লাইওভারের কাজের কারণে সড়কের একপাশ বন্ধ করে দেয়া হয়েছে। যার দরুন প্রতিদিন এই যানজট সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।
মহাসড়কের উপজেলার বলাইখা এলাকা থেকে সাওঘাট পর্যন্ত গাউছিয়ার এই এলাকাটুকু গাড়ি দিয়ে পার হতে স্বাভাবিকভাবে ৫ মিনিট সময় লাগলেও এখন প্রতিদিনই ৩/৪ ঘণ্টা করে সময় লেগে যাচ্ছে। এ কারণে অনেক চালকরা সময় বাঁচাতে বিকল্প পথে গাজীপুরের কাপাসিয়া হয়ে ঘোড়াশাল ব্রিজ পার হয়ে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছুতে পারছেন। এতে তাদের ২/৩ ঘণ্টা করে সময় অপচয় হচ্ছে বলেও জানান অনেক চালক আর যাত্রী সাধারণ।