সাঁড়াশি শেষ, চলবে জঙ্গি বিরোধী অভিযান
প্রকাশিত হয়েছে : ৬:৩১:১৪,অপরাহ্ন ১৬ জুন ২০১৬
সুরমা ডেস্কঃ
শুধু তালিকাভুক্ত সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে বিশেষ অভিযান শেষ হয়েছে। তবে এখন থেকে জঙ্গিবিরোধী বিশেষ অভিযান চলবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত ৫ দিনে বিভিন্ন সূত্র থেকে পাওয়া প্রাপ্ত তথ্য থেকে এই অভিযানে সারা দেশে ১৬৬ জঙ্গিসহ ১১ হাজার ৭০৫ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সাঁড়াশি অভিযানে গণগ্রেপ্তার ও পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তার বাণিজ্যর অভিযোগ উঠায় পুলিশ এ অভিযানের পরিবর্তে জঙ্গিবিরোধী অভিযানের ঘোষণা দিয়েছে। বিএনপিও এ ব্যাপারে অভিযোগ করে আসছিল যে, বিশেষ অভিযানের নামে কার্যত বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। পুলিশি অভিযানে যাতে কোনো সাধারণ নাগরিক হয়রানির স্বীকার না হয়, সেজন্যে সতর্কতা অবলম্বনের জন্য প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাজনৈতিক বিবেচনায় এ অভিযান নয়। এটা শুধু তালিকাভুক্ত সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। বিএনপি যদি সন্ত্রাসী ও জঙ্গিদের তাদের নেতাকর্মী মনে করে তাহলে তো আমাদের কিছু করার নেই।
পুলিশ সদর দফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা আমরা পেয়েছি। কিন্তু এই নির্দেশনার বাস্তবায়ন প্রক্রিয়া পুলিশ অভিযানের শুরু থেকেই করে আসছে। যেদিন থেকে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে সেদিন থেকে দেশব্যাপী মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ বাহিনীকে পুলিশ সদর দফতর থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো সাধারণ মানুষ হয়রানির স্বীকার না হয়।