সিলেটে বালুবাহী ট্রাকের ভেতর অর্ধ কোটি টাকার চিনি
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
সিলেট ও সুনামগঞ্জে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় চিনি, মহিষ, মদ ও বাংলাদেশি রসুনসহ ১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির একটি টহল দল সুনামগঞ্জের ছাতক সীমান্ত এলাকা ছনখইর ও সিলেটের গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী এবং সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার বিকাল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে সিলেট-তামাবিল মহাসড়ক এলাকায় থেকে চলন্ত ট্রাক ধাওয়া করে বালুবাহী ট্রাক তল্লাশি করে বালির স্তরের নিচ থেকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চিনি আটক করেছে।
এ ছাড়া একই দিন কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল, পশু ও মদ জব্দ করে বিজিবি। অভিযানে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ৫৩৮ বস্তা বা ২৬ হাজার ৯০০ কেজি ভারতীয় চিনি, ১৬৭ বোতল ভারতীয় মদ ও ১ হাজার কেজি বাংলাদেশি রসুন এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ১৬টি বড় আকারের মহিষ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯৫ লাখ ৩৮ হাজার টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী এবং সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পৃথক পৃথক অভিযানে প্রায় ২ কোটি টাকা দামের ভারতীয় বিভিন্ন জিনিস আটক করা হয়েছে। আটককৃত ভারতীয় মহিষ ও পণ্যগুলো স্থানীয় কাস্টমসে জমা করা হবে।