লিবিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে হারিয়ে গেল সিলেটের এমলাকের স্বপ্ন, কফিনবন্দি হয়ে ফিরবেন দেশে
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ভাগ্যের কাছে হার মেনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার দুইবারের চেষ্টায়ই ব্যর্থ হোন সিলেটের বিয়ানীবাজার উপজেলার এমলাক আহমদ চৌধুরী। চার বছর আগে নিজ বাড়ি ছেড়ে স্বপ্নের দেশ ইউরোপে পাড়ি জমানোর স্বপ্নে বিভোর হয়ে রওয়ানা দেন লিবিয়ার উদ্দেশ্যে। কিন্তু গত ৮ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজী শহরে রান্নাঘরে খাবার রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন এবং চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ সেপ্টেম্বর মৃত্যবরণ করেন তিনি।
দেশে রেখে যাওয়া অবুঝ এক ছেলে আর মেয়ের মধ্যে মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখেছিলেন এমলাক আহমদ চৌধুরী। তবে পরিবারকে ভালো রাখতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ এভাবেই হারিয়ে যাবে এমলাকের স্বপ্ন এমনটা কল্পনা করেনি তার পরিবার।
পরিবারের মধ্যে বড় ছেলে হিসেবে আয়ের বড় উৎস ছিলেন নিহত এমলাক তার এমন মৃত্যুতে পরিবারে নেমে এসেছে স্তব্ধতা। ছোট মেয়ে আবেগের কন্ঠে বলে উঠছে ‘আমার বাবায় কইছন ডাক্তার বানাইবা’।
নিহত এমলাকের ছোট ভাই মিশফাক আহমদ জানান, পরিবারের মধ্যে আমার ভাই আর আমি ছিলাম আয়ের উৎস। তিনি দেশে থাকাকালীন সময়ে আমরা উভয়েই গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতাম। ভাইয়ের এমন মৃত্যুতে আমরা দিশেহারা। মৃতদেহ দেশে দাফনের জন্য বাংলাদেশ কন্সুলেটর মাধ্যমে লিবিয়া সরকারের কাছে আবেদন জানিয়েছি বিষয়টি প্রক্রিয়াধীণ রয়েছে।