সুরমার ভাঙনে বিলীন ৫০০ বছরের পুরোনো রুস্তুমপুর বড় মসজিদ
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে ঐতিহ্যবাহী রুস্তুমপুর বড় মসজিদ। প্রায় ৫০০ বছরের পুরোনো এই মসজিদের বেশিরভাগ অংশ সম্প্রতি নদীগর্ভে বিলীন হয়ে যায়।
স্থানীয়দের দাবি, প্রায় ৫০০ বছরের পুরোনো এই মসজিদ স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। প্রশাসনের অবহেলা ও অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সুরমা নদীর ভাঙন থেকে মসজিদটিকে আর কোনোভাবে রক্ষা করা যায়নি।
তিন গম্বুজ এবং চীনামাটির ভাঙা টুকরো দিয়ে নির্মাণ করা দেওয়াল মসজিদটির অন্যতম বৈশিষ্ট্য। নান্দনিক এই মসজিদটি দেখে যে কেউ মুগ্ধ হতো। প্রায় ২০ বছর আগে ওই এলাকায় নতুন একটি মসজিদ নির্মাণ করা হলেও পুরোনো এই মসজিদে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন মুসল্লিরা।