ওসমানীনগরে ইউনিটি বয়েজ ক্লাব ভাড়েরা’র কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৭ অপরাহ্ণ
সুরমা নিউজঃ
সিলেটের ওসমানীনগর উপজেলাধীন তাজপুর ইউনিয়নের ভাড়েরা গ্রামের যুবকদের নিয়ে ১৯৯২ ইং সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ইউনিটি বয়েজ ক্লাব দীর্ঘদিন যাবৎ অত্র অঞ্চলে খেলাধুলায় গুরুত্বপূর্ণ অবদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অসাধারণ ভুমিকা পালন করে আসছিল। দীর্ঘ ৩২ বছরের যাত্রায় খেলাধূলা এবং সামাজিক কর্মকান্ডে তাদের অবদান চোখে পড়ার মতো। ঐতিহ্যবাহী সংগঠনটি কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় বিগত ১৪ ই সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারন পরিষদের উপস্থিতিতে রাত ৯:০০ ঘটিকার সময় এডভোকেট এম বি এ শিপন কে সভাপতি এবং আবু তাহের তুহিন কে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে নিম্ন উল্লিখিত কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভাপতি-এডভোকেট এম.বি.এ.শিপন, সহ সভাপতি-বদরুল আলম(অনিক) , সৈয়দ মোঃ আলমগীর, আমিনুর রহমান, বাবলু মিয়া ,রোহাদ আহমদ। সাধারণ সম্পাদক-মোঃ আবু তাহের(তুহিন) , সহ সাধারণ সম্পাদক-আফজল আহমদ, রাজু আল হাসান।
সাংগঠনিক সম্পাদক-শেখ আলী লুৎফুর, সহ সাংগঠনিক সম্পাদক-সিরাজুল ইসলাম সিজু, অর্থ সম্পাদক-আশরাফুল ইসলাম(জুয়েল), সহ অর্থ সম্পাদক-মাছুম আহমদ, ক্রীড়া সম্পাদক-সাইদুল আলম, সহ ক্রীড়া সম্পাদক-সৈয়দ ইকরাম আহমদ(কামরান)
, নাহিদ ইসলাম(আদিল) প্রচার সম্পাদক-রুহুল আমিন, সহ প্রচার সম্পাদক-মাজহারুল ইসলাম(নয়ন)
, সুয়েব আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-মুজাম্মিল আলী, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-সায়েম আহমদ, বাবুল মিয়া
পরিবেশ ও শিক্ষা বিষয়ক সম্পাদক-সুহেল আলী সহ পরিবেশ ও শিক্ষা বিষয়ক সম্পাদক-এহসান আমিন সিদ্দিকী, নাজমুল ইসলাম
দপ্তর সম্পাদক-আব্দুস শহিদ, সহ দপ্তর সম্পাদক-লিটন আহমদ।
কার্যনির্বহী সদস্য:- আফিক মিয়া, মনিরুজ্জামান , মোহন আহমদ, আলী হোসেন, শহিদ মিয়া, নাইমুর রহমান, এবাদুর রহমান মেহেদী , নিষাদ আহমদ।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির সকল দায়িত্বশীল এবং সদস্যগণ সিনিয়র সাবেক খেলোয়াড় বৃন্দকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং সকলের সহযোগিতায় ক্লাবের যাবতীয় কল্যাণমুখি কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন আমাদের সকল পরিশ্রম এবং চেষ্টা যেন ক্লাবের সার্বিক কল্যাণে হয়।