ওসমানীনগরে শিক্ষার্থীদের আন্দোলনে প্রধান শিক্ষকের অব্যাহতি
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২:৫৬ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম ফখরুল ইসলাম অব্যাহতি নিয়েছেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসির উপস্থিতিতে অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন। এ সময় বিগত বছরগুলোর আর্থিক অনিয়মের হিসাব প্রদানের জন্য শিক্ষার্থীরা তাকে প্রধান শিক্ষকের কার্যালয়ে অবরোদ্ধ করে রাখেন। শিক্ষার্থীরা দূর্ণীতিবাজ শিক্ষকের শাস্তি দাবী করে শ্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিয়ে আসে।
প্রসঙ্গত, ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম ফখরুল ইসলাম এর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং এলাকাবাসি গত বুধবার বিকেলে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি অব্যাহতি পত্রের স্বাক্ষর করেন।
আন্দোলনকারী শিক্ষার্থী জাহিদ আহমদ, আবু জাফর, ইরাম আহমদ, রাহিম আহমদ,আল আমীন, মামুন চৌধুরী জানান, প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসার পর, আমরা তার পদত্যাগ দাবী করি। দুপুরের দিকে তিনি অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন।
খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম ফখরুল ইসলামের মোবাইলফোনে বারবার কল করলেও তিনি ফোন রিসিভ করেন নি।
ওসমানীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্য ব্রত রায় বলেন, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে শুনেছি তার অব্যাহতির কথা শুনে আমি তাকে কল দিয়েছিলাম, কিন্তু তিনি ফোন ধরেন নি।
এ বিষয়ে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস মোবাইলফোনের কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায় নি।