রাস্তায় পানি ছিটিয়ে দুই কোটি টাকা নেন আতিক
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ৫:৩৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও দেশত্যাগের পর বেরিয়ে আসছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মো. আতিকুল ইসলামের নানা অপকর্ম-দুর্নীতির তথ্য। ভাতিজা-ভাগিনাসহ আত্মীয়-স্বজনকে নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) পরিবারিক একটি সিন্ডিকেটে পরিণত করেছিলেন সদ্য সাবেক মেয়র মো. আতিকুল ইসলাম। এর মাধ্যমে ছোট-বড় সব খাত থেকে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
ক্ষুব্ধ কর্মচারীদের অভিযোগ, সরকারের ক্ষমতাবলে নিয়ম-কানুনের কোনো তোয়াক্কা না করে ইচ্ছামতো সিটি করপোরেশন পরিচালনা করেছেন। কাজের আগেই বিল দেওয়া, আগে কাজ করে পরে দরপত্র আহ্বান করে সাজানো বিল-ভাউচার তৈরি, পদ্মা সেতুর কর্মসূচিতে ডিএনসিসির টাকা খরচ, পানি ছিটানো, গাছ লাগানো, খাল পরিষ্কার, মশার নকল ওষুধ আমদানিসহ নানা খাতে লুটপাট চালিয়েছে আতিক প্রশাসন। শেষে ময়লা বাণিজ্যেও ভাগ বসান সাবেক এ মেয়র।
নিজের মেয়ে বুশরা আফরিনকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দেন সাবেক মেয়র। বিতর্কের মুখে মেয়রকন্যা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে ঢাকার তাপমাত্রা কমানোর কাজ করবেন বলে জানায় ডিএনসিসি। সেই চিফ হিট অফিসারের পরামর্শে নগরীর বিভিন্ন আইল্যান্ডে কিছু গাছ লাগায় ডিএনসিসি। রাজধানীর কয়েকটি সড়কে গাড়ি থেকে ওপরের দিকে পানি ছিটিয়ে কৃত্রিম বৃষ্টি বলে চালিয়ে দেওয়া হয়। এই কৃত্রিম বৃষ্টির নামে অন্তত ২ কোটি টাকা খরচ দেখানো হয়েছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অন্য সুবিধাভোগীদের মতো বেকায়দায় পড়েন মেয়র আতিকুলও। তিনি বিভিন্ন মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে ‘ম্যানেজ’ করার চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত গত ১৯ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্ত করা হয়। একই সঙ্গে নিয়োগ করা হয় প্রশাসক।