সিলেটের প্রবীণ আলেম শায়খে চাক্তা’র জানাযা ও দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ৫:৪৯ অপরাহ্ণ
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত দারুস সালাম ও দারুল হাদীস লাফনাউট মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল খালিক (শায়খে চাক্তা
সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত দারুস সালাম ও দারুল হাদীস লাফনাউট মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল খালিক (শায়খে চাক্তা)’ন জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
আজ বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় লাফনাউট মাদরাসা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর তার অসিয়ত অনুযায়ী দীর্ঘদিনের কর্মস্থল দারুস সালাম ও দারুল হাদীস লাফনাউট মাদরাসার কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। গতকাল মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১ টা ৫০ মিনিটে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
মাওলানা আব্দুল খালিক (শায়খে চাক্তা) ছিলেন, ভারতের প্রখ্যাত আলেম আওলাদে রাসুল মাওলানা সাইয়েদ আসআদ মাদানীর (রহ.) খলিফা। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন।