মাধবপুরে নির্বাসিত সাংবাদিক অলি উল্লাহ নোমানকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ
মাধবপুর প্রতিনিধি::
দীর্ঘ এক যুগ ধরে যুক্তরাজ্যে নির্বাসিত আমার দেশের সাংবাদিক অলি উল্লাহ নোমান স্বদেশে ফেরার পর মাধবপুরে তার নিজ উপজেলায় ফেরার পর মাধবপুরে কর্মরত সাংবাদিকরা তাকে সংবর্ধনা দিয়েছেন।
সোমবার (২৬ আগষ্ট) বিকেলে তিনি মাধবপুর আসলে সাংবাদিকরা তাকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা দেন।
মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক জামাল আবু নাছের জামালের সভাপতিত্বে সংবর্ধনা সভায় সাংবাদিক অলি উল্লাহ নোমান বলেন, দেশের ছাত্র জনতার রক্ত ও শহিদের বিনিময়ে বাংলাদেশ আজ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এখনো ফ্যাসিবাদের দোসর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই আপামার ছাত্র জনতাকে আরো সোচ্চার থাকতে হবে। তাহলে দেশের ষড়যন্ত্র করে কেউ সফল হবে না। বাংলাদেশ যাতে সঠিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হয় সে লক্ষ্যে কাজ করতে হবে। দেশে কোন ফ্যাসিবাদ সরকার আর কায়েম হবে না।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জুলহাস উদ্দিন রিংকু, শেখ জাহান রনি, রিংকু দেবনাথ, মাহমুদুল হাসান রনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক এমদাদুল হক মিলন, সমম্বয়ক মাহদি হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাসেল আহমেদ, যুবদল নেতা ওয়াসিম আকরাম, উপজেলা জামায়াতই ইসলামীর জয়েন্ট সেক্রেটারী আব্দুল হাফিজ ভুইয়া, ছাত্র শিবির সভাপতি রাকিবুল হাসান প্রমুখ।