ইলিয়াস আলীকে ফেরত পেতে পশ্চিম পৈলনপুরে মিলাদ ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৪, ৭:৪৮ অপরাহ্ণ
সুরানিউজ ডেস্ক::
সিলেটের অবিসংবাদিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে ও তাঁকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফেরত পাওয়ার জন্য ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) বাদ আসর স্থানীয় বড় হাজীপুর পশ্চিম পাড়া জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কয়েছ আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক মোঃ জুনেদ মিয়া, উপজেলা বিএনপির বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন, ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দুলু মিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনসুর আহমদ (লালা) সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (মুজিব), ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রুহেল খান, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী (রিপন), ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ (লজু)।
এসময় আরও উপস্থিত ছিলেন, শুয়াইব আহমদ সভাপতি ২নং ওয়ার্ড বিএনপি, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ, আফছর আহমদ সাধারণ সম্পাদক ৪নং ওয়ার্ড বিএনপি, ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান, বিএনপি নেতা বাবুল হোসেন, ইলিয়াস মিয়া, টুনু মিয়া, জমশেদ মিয়া, আফতাব মিয়া, আব্দুল আজিজ, সাজন মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান (নুনু), ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আহিয়ান আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা জিলাদ আহমেদের সার্বিক সহযোগিতায় মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন উক্ত মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ আব্দুল রশীদ।