সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকে’র প্রায় ৭ লক্ষ টাকা বিতরণ
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২৪, ১১:৫১ অপরাহ্ণ
সিলেটের ওসমানীনগরে চলতি বছরের জুন-জুলাই মাসের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ ৪ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে পরিষদের সহযোগিতায় সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকে পক্ষ থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের কাছে নগদ ৪ লক্ষ ৫০ হাজার টাকা হস্তান্তর করা হয়।
পরে সাদিপুর ইউনিয়নের আওরঙ্গপুর উচ্চ বিদ্যালয়ের ভবন তৈরির জন্য সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকে পক্ষ থেকে আরও ২ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।
সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেদ আহমদ মুছার সভাপতিত্বে ও সমাজসপবী মো: মামুন মিয়ার পরিচালনায় বক্তারা বলেন, সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি যেকোনো দূযোর্গসহ সাদিপুরবাসীর কল্যাণে সবার আগে এগিয়ে আসে। এজন্য আমরা সোসাইটির চেয়ারম্যান ও জেনারেল সেক্রেটারীসহ সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও তাদের দীর্ঘায়ু কামনা করছি।তাদের আন্তরিকতা এলাকার মানুষের প্রতি ভালোবাসা ও মা ও মাটির প্রতি নাড়ীর টান থাকায় যুক্তরাজ্যের মতো দেশে বসবাস করেও নিজেদের কষ্টার্জিত অর্থ ভোগবিলাসিতা না করে এলাকার গরীব ও অসহায় মানুষের কল্যাণে ব্যায় করে যাচ্ছেন।
বক্তব্য রাখেন প্রফেসর ড. নেছাওর আহমদ, সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকে এসিস্ট্যান্ট রুরাল ডেভেলপমেন্ট সেক্রেটারি কুতুব উদ্দিন,শেরপুর আজাদ বখত উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সৈয়দ নজরুল বখত, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম,সমাজসেবী আব্দুল হক,মোস্তফা কামাল, ইছকন্দর আলী, রহমতপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য শফিক উদ্দিন আহমদ,সমাজসেবী মামুন আহমদ, ইউপি সদস্য, স্বপন আহমদ,বখতিয়ার হোসেন, এসহাম উদ্দিনসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আফতাব উদ্দিন ও স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য শামছুল ইসলাম শামীম এবং দোয়া পরিচালনা করেন মৌলভীবাজারে শেখ মোহাম্মদ ফয়াজ উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিম মাওলানা ইসলামুল হক শেরপুরী।