একযুগ পর রাজপথে সরব ওসমানীনগর বিএনপি
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৪, ৭:১৫ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান ও শেখ হাসিনার বিচারের দাবিতে দিনব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলার গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও সাদিপুর এলাকায় এই কর্মসূচী পালন করে।
গোয়ালাবাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মন্নান বক্স এর সভাপতিত্বে এবং স্বেচ্চাসেবক দলের আহবায়ক রকিব আলীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল জলিল জিলু, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সহ-সভাপতি মুজাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, সহ-দপ্তর সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী শফি, উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রুমন, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সুবের আহমেদ, তাজপুর কলেজ ছাত্রদলের আহবায়ক জুনাইদ আহমদ, যুগ্ম আহবায়ক সৈয়দ ইলিয়াস আলী, ছাত্রদল নেতা আব্দুল মুক্তাদির, আরিয়ান আহমদ, সাহেদ মাসুদ, দিপু মিয়া প্রমুখ। সমাবেশে বক্তারা ইলিয়াস আলীর সন্ধান ও শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি ফখরুল ইসলাম ফারুক, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক প্রমূখ।
এদিকে তাজপুর বাজারে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস শহিদের সভাপতিত্ব এবং উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে সিনিয়র নেতাকর্মীদের পাশাপাশি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ, যুবদল নেতা নুরুল ইসলাম রেজনসহ অনেকে বক্তব্য দেন। এছাড়া দয়ামীর ও সাদিপুর এলাকায় কর্মসূচী বাস্তবায়ন করে নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল বিএনপি নেতা এম. ইলিয়াস আলী নিখোঁজের পরদিন বিক্ষোভ কর্মসূচী পালন করেন নেতাকর্মীরা। এর পর তাদের নামে মামলা হলে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান। পরবর্তী সময়ে রাজনীতিতে অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ প্রায় একযুগ পরে রাজপথে নেমে কর্মসূচী বাস্তবায়ন করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।