ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৪, ৯:৪৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার(১২ আগস্ট) বিকেলে উপজেলার গোয়ালাবাজারস্থ ক্লাবের নিজস্ব ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনার সঞ্চালনায় বক্তব্য আলোচনা সভায় রাখেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি লিলুউর রহমান পংকী, কোষাধ্যক্ষ কবির আহমদ, দপ্তর সম্পাদক এস জামান ফরহাদ, প্রচার সম্পাদক সাইদুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জুবেল আহমদ, ক্রীড়া সম্পাদক আতাউর রহমান কাওছার, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক জিতু আহমদ, কার্যনির্বাহী সদস্য মো. কয়েছ মিয়া, আবু হানিফা, জয়নাল আবেদীন, আবুল কালাম আজাদ, মো. নুরুল ইসলাম রাফি, উজ্জ্বল দাশ, এমদাদুর রহমান খান।
সভায় বক্তারা বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে। বিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে যেসব গুজব ছড়ানো হচ্ছে সেদিকে সতর্কদৃষ্ট রেখে বস্তুনিষ্ট সাংবাদিক করে যেতে হবে। যাতে দেশ ও সমাজ অথবা সমাজের কোনো মানুষ আমাদের দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সবাইকে লক্ষ রেখে কাজ করতে হবে।