নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানে ওসমানীনগরে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৪, ১১:২৩ অপরাহ্ণ
সুরমানিউজ ডেস্ক::
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় ওসমানীনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোয়ালাবাজার ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে গোয়ালাবাজার দক্ষিণ জামে মসজিদে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
গোয়ালাবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মিঠু আহমেদ পাবেলের সভাপতিত্বে ও ফাহিম আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মন্নান বক্স ও সাবেক সাংগঠনিক সম্পাদক শিবলু খাঁন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ গণশিক্ষা সম্পাদক শাবুব খাঁন, তাজপুর ডিগ্ৰি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুনাঈদ হোসাইন, সদস্য সচিব সৈয়দ ইলিয়াস আলী, ওসমানীনগর নগর উপজেলা ছাত্রদলের সদস্য আব্দুল মুক্তাদির, যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ূন আহমেদ, এমদাদ আহমেদ, কলেজ ছাত্রদল নেতা, রায়হান আহমেদ, ইমন আহমেদ, নাহিম আহমেদ, আলী আহমদ, আদিল আহমেদ।
গোয়ালাবাজার ইউনিয়ন ছাত্রদলের নেতা, রুফু উদ্দীন রুফু, পাপ্পু আহমেদ, সাহেব খাঁন, আলমগীর হোসেন, পারভেজ আহমেদ, রানা আহমেদ।
উমরপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাদিম হোসেন দিপু, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, সাংগঠনিক সম্পাদক হিফজুর রহমান, আলী আহমদ, নাহিম আহমেদ এবং সাদিপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ফজলে রাব্বী, সাইদুর রহমান সাইদ প্রমুখ।