কাউন্সিলরের বাসভবনে হামলার ঘটনায় সিসিকের তিন দিনের কর্মসূচি ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৪, ৮:৩১ অপরাহ্ণ
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় এক ঘণ্টা কর্মবিরতিসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে সিসিক। শনিবার (২৯ জুন) নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, কর্মসূচি অনুযায়ী রবিবার (৩০ জুন) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নগর ভবনসহ ৪২টি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে একযোগে ১ ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে। এ ছাড়াও পরদিন সোমবার (১ জুলাই) টিলাগড় পয়েন্টে অবস্থান কর্মসূচি এবং মঙ্গলবার (২ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
সিসিকের জরুরি সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান কামরান। তিনি বলেন, ’২০ নম্বর ওয়ার্ডের পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে ন্যক্কারজনক হামলা ও ভাঙচুরের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় সকল কাউন্সিলর ও কর্মকর্তাদের সর্বসম্মতিক্রমে আগামীকাল রোববার থেকে তিন দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’ দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।
সভায় সিলেট সিটি করপোরেশনের সকল ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে হামলার ঘটনায় মামলা করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) রাতে কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ১৪ জন অভিযুক্তের নামসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে মহানগর পুলিশের শাহপরাণ থানায় এ মামলা করেন।
হামলার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘হামলার ঘটনায় থানায় মামলা করেন কাউন্সিলর আজাদ। পুলিশ এজাহারনামীয় আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাতে নগরের ভাটাটিকর এলাকায় কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসভবনে এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর আজাদ বলেন, ‘যারা হামলা চালিয়েছে তাদের পূর্বপুরুষেরাও চুরি-ডাকাতি, মাদক, চাঁদাবাজি, হামলা-দখলবাজিসহ নানা অপকর্ম চালিয়ে আসছিল। বংশানুক্রমে চিহ্নিত ওই অপরাধীচক্র বেপরোয়া হয়ে ওঠায় তাদের বিরুদ্ধে এলাকাবাসী বিভিন্ন সময় আমার কাছে অভিযোগ করেছেন। সেসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ঘটনায় তাদের বিরুদ্ধে আমার অবস্থান ছিল। ওই ক্ষোভ থেকেই তারা হামলা চালিয়েছে।’