বন্যা দুর্গতদের মধ্যে ব্যবসায়ী আবুবকরের চাল বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ণ
মানুষ মানুষের জন্য এই মানবিক গ্লোগানকে বুকে লালন করে করোনা বন্যা সহ নানা দুর্যোগে অসহায় দুর্গত মানুষের কল্যাণে ঝাঁপিয়ে পরেন এক টগবগে মানবতার ফেরিওয়ালা গোলাবাজারের স্বনাম খ্যাত নাজ খানম বস্ত্র বিতানের স্বত্ত্বাধিকারী তরুণ ব্যবসায়ী হুমায়ুন আহমদ আবুবকর।
এবারের আকস্মিক বন্যায় দুর্গত বানভাসী মানুষের জন্য গতকাল মঙ্গলবার বিকেল তিনটায় ব্যবসায়ী হুমায়ুন আহমদ আবুবকরের ব্যক্তিগত ও পারিবারিক উদ্যোগে ওসমানীনগরের বুরুঙ্গা ইউপির গোদামঘাট এলাকায় শতাধিক মানুষের মধ্যে চাল বিতরণ করেন। চাল বিতরণ কালে বক্তারা ওসমানীনগর তথা বুরুঙ্গা ইউনিয়নের বানভাসী মানুষের দুর্যোগ লাগবে ব্যবসায়ী জনপ্রতিনিধির পাশাপাশি এলাকার প্রবাসী ও বিত্তবাণদের এগিয়ে আসার আহ্বান জানান। প্রতিটি গ্রামের বিত্তবান ও প্রবাসীরা যার যার অবস্থান থেকে নিজে গ্রামের মানুষের পাশে দাঁড়ালে মানুষ এই ভয়াবহ দুযোগ থেকে প্ররিত্রান পেতে কষ্ট হবে না।
বন্যা দুর্গতদের মাঝে চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন, নাজ খানম বস্ত্র বিতানের স্বত্ত্বাধিকারী তরুণ ব্যবসায়ী হুমায়ুন আহমদ আবুবকর, বুরুঙ্গাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলী আহমদ লিকন, ব্যবসায়ী বিধান চন্দ্র দাশ, মাসুম আহমদ চৌধূরী, নিউটন চৌধুরী, সায়েম আহমদ, ইয়াসিন আহমদ সহ আরো অনেকে।
ব্যবসায়ী হুমায়ুন আহমদ আবুবকর বলেন, এবারের বন্যার শুরু থেকে বুরুঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যার্তদের মধ্যে ইতিমধ্যে খাদ্য সহায়তা পরিচালনা করে আসছেন তিনি। পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি গ্রামের দুর্গতমানুকে তার পরিবারের পক্ষ থেকে খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে।