মাধবপুরে মিনিবাস চাপায় শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৪, ৮:০৯ অপরাহ্ণ
মাধবপুর প্রতিনিধি::
হবিগঞ্জের মাধবপুরে মিনি বাসের চাপায় লামিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর নতুন বাজার এলাকার শাহাবুদ্দিনের কন্যা।
শুক্রবার (২১ জুন) বিকেল আনুমানিক ৫:৩০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার শাহপুর নতুন বাজার এলাকার শিশু লামিয়া মহাসড়ক পাড়াপাড়ের সময় ঢাকা মুখী একটি মিনিবাস লামিয়াকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশু লামিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে ওসি মোঃ তৈমুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।