ওসমানীনগরে লতিফ এন্ড চৌধুরী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৪, ৯:৪৬ অপরাহ্ণ
ওসমানীনগরে লতিফ এন্ড চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে । আজ শনিবার (১৪ জুন) উপজেলার করণসী গ্রামে ফাউন্ডেশনের পরিচালক ইউসুফ চৌধুরীর বাড়ীতে প্রায় ৫০ টি অসহায় পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ইউসুফ চৌধুরীর পরিচালনায় ঈদ উপহার সামগ্রী বিতরণে বক্তব্য রাখেন, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক, যুক্তরাজ্য কমিউনিটি নেতা আশরাফুর রহমান জুয়েল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জুমন আহমেদ, বাবু অজিত সুত্রধর, জাবের আহমেদ, সালেহ আহমেদ, শুভ চৌধুরী, সুমন চৌধুরী প্রমুখ।