ওসমানীনগরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৪, ৭:৩৪ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বন্ধু স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্ত।
বন্ধু স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটির জেলা সমন্বয়কারী মাহফুজ আলমের পরিচালনায় ও এডভোকেসি নেটওয়ার্কিং কমিটির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক লিলুউর রহমান পংকি, শিক্ষক আনোয়ার হোসেন আনা, সাংবাদিক মো. কয়েছ মিয়া, কবির আহমদ, ব্যবসায়ী বিভাস দেব, স্বাস্থ্যসহকারী রফিক মিয়া, সমাজসবেক আনার মিয়া, জুয়েল আলী, নাজমা বেগম, ওলি দাস প্রমুখ।